উপমহাদেশের অন্যতম হাদীস-বিশারদ আধ্যাত্মিক জগতের নীরব সাধক হযরত মাওলানা হেদায়েতুল্লাহ ছাহেব রহ. যিনি মুহাদ্দিস ছাহেব হুজুর নামে উলামায়ে কেরাম ও তলাবায়ে ইযাম-এর অঙ্গনে পরিচিত ছিলেন। তাঁর ব্যক্তিত্বই এমন ছিল যে, তাঁকে দেখলেই আল্লাহ পাকের কথা স্মরণ হতো। তিনি কখনো কোনো ছাত্রকে ধমক দিয়েছেন বলেও আমাদের জানা নেই, কিন্তু মাদরাসায় তাঁর অবস্থান করাটাই মাদরাসার সবকিছুকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত করত। ক্ষণজন্মা এই যুগশ্রেষ্ঠ মহামনীষী, যার শোণিতধারায় প্রবহমান ছিল আরব রক্ত, অনেক বড় সৌভাগ্য নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন। যার ফলে তিনি ছাত্রজীবন থেকেই দেশে ও বিদেশে উস্তায হিসেবে পেয়েছেন সে যুগের শ্রেষ্ঠ হক্কানী উলামায়ে কেরামকে। ফারেগ হওয়ার পূর্ব ও পরে লাভ করেছেন হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর একান্ত সোহবত এবং পরবর্তীতে হযরত মাওলানা যফর আহমাদ উসমানী রহ.-এর প্রত্যক্ষ তত্ত্বাবধান। যা তাঁর জীবনকে গড়ে তুলেছিল পূর্ণাঙ্গতার এক প্রতীকরূপে। ফলে তিনি আধ্যাত্মিকতার মাকামসমূহ অতিক্রম করে এমন স্তরে পৌঁছেছেন যে তাঁকে দেখলেই কিতাবপত্রে পড়া থানাভবনের খানকাহ্র ছবি হৃদয়পটে জাগ্রত হয়।
এ কিতাব মূলত তাঁর জীবন ও কর্মের বিস্তারিত বিবরণ ও স্মারক।
Title | হায়াতে মুহাদ্দিস রহ. |
Author | মাওলানা হিফযুর রহমান (রহ.) |
অনুবাদক | মাওলানা আবু তাহের মিসবাহ , আল্লামা মুফতী হাফেজ আহমাদুল্লাহ (مفتى حافظ احمد الله) , মাওলানা মুফতী উবায়দুর রহমান খান নদভী , মাওলানা মাহমূদুল আমীন |
Publisher | মাকতাবাতুল আশরাফ |
Publication Year | 1st Published, 2014 |
Number of Pages | 680 |
Quality | হার্ডকভার |
Language | বাংলা |
Country | বাংলাদেশ |
Need an account? Register Now