বিপদে দিশেহারা হয়ে যাওয়া জীবন, কষ্টে ব্যথিত হয়ে যাওয়া অন্তর, গভীররাতে অশ্রুসিক্ত হওয়া মুখমণ্ডল, চোখের ভিতর আঁকা ধুলিস্যাৎ হয়ে যাওয়া স্বপ্ন এবং এক আকাশ শ্রাবণকে অতিথি হিসেবে পাওয়া চোখ— জীবনের ছন্দ হারিয়ে কথায় কথায় ‘Depression’ শব্দটি উচ্চারণ করা ভাইয়েরা কোথায় আপনারা! হারিয়ে যাবেন না ভুল স্রোতে । কষ্টের এই চূড়ান্ত মুহুর্তে “সবর-ভরসা রাখুন আল্লাহর ওপর” বইটি হতে পারে আপনার নিত্যদিনের সাথী ।
বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে—অধৈর্য এবং হতাশা কখনো পরিস্থিতির উন্নতি আনতে পারে না বরং অন্তরের ব্যথা আরো বাড়িয়ে দেয় । কিন্তু ধৈর্য কষ্টকে সহনীয় করে তোলে, বিপদ থেকে উদ্ধারের পথ সহজ করে দেয় এবং আল্লাহর রহমত ও বরকত লাভ হয়।
এ ছাড়া পশ্চিমা-সভ্যতা ও মিডিয়া তাড়িত সফলতার ভুল সংজ্ঞাকে যুক্তিসঙ্গতভাবে খণ্ডন করা হয়েছে । আর প্রকৃত সফলতা এবং বিপর্যয় থেকে মুক্তির পথ কুরআন ও হাদিসের আলোকে বাতলে দেওয়া হয়েছে। আশাকরি জীবনের ছন্দ খুঁজে পেতে এবং চূড়ান্ত সাফল্য অর্জনের ক্ষেত্রে বইটি সহায়ক ভূমিকা পালন করবে।