শহিদ মাওলানা জিয়াউর রহমান ফারুকী রহ. মুসলিম উম্মাহর একজন কিংবদন্তিতুল্য দুঃসাহসী মুখপাত্র। তার জ্বালাময়ী ভাষণ ‘ইন্না মিনাল বায়ানি লাসিহরা’র বাস্তব নমুনা। তিনি আলোচনা শুরু করলে মুহূর্তের মধ্যেই শ্রোতাদের মাঝে সাড়া পড়ে যেত। বয়ানের অসাধারণ শব্দতরঙ্গ, বাক্যের ঢেউ, কথার ধারাবাহিকতা ও ঐতিহাসিক তথ্য-উপাত্ত সকলের হৃদয়-মন ছুঁয়ে যেত। মজলিসের চারদিকে শুরু হতো শ্রোতাদের আকাশ-বাতাস কাঁপিয়ে তোলা মুহুর্মুহু তাকবিরধ্বনি।
বর্তমানে তিনি পৃথিবীতে নেই। কিন্তু তার বয়ানের অনবদ্য সংকলনগুলো এখনো পাঠককে আন্দোলিত করে। গ্রন্থগুলো পাঠ করলে তার পবিত্র জবান থেকে আলোচনা শোনার স্বাদ ও তৃপ্তির অনেকটাই অনুভূত হয়। এ সময় কখনো চোখ দিয়ে অঝোরধারায় অশ্রু ঝরতে থাকে। কখনো অন্তর কেঁপে ওঠে। কখনো মুখ দিয়ে তাকবিরধ্বনি বেরিয়ে আসে।
মূলত ফারুকী রহ. এর সিংহভাগ ভাষণই ছিলো রিসালাত ও সাহাবা-সম্পর্কিত। রিসালাতসংক্রান্ত ভাষণগুলো বক্ষ্যমাণ গ্রন্থে সন্নিবেশিত করা হয়েছে।