“শতাব্দী পেরিয়ে” বইয়ের সংক্ষিপ্ত কথা”
খ্যাতিমান ঔপন্যাসিক নসীম হিজাযীর লেখা ‘শতাব্দী পেড়িয়ে’একটি উপন্যাস। উপন্যাসে উঠে এসেছে সামাজিক নীপিড়নের নানান ঘটনা। লেখক অবলোকন করেন ভারতের সামাজিক ও রাজনৈতিক চিত্রের বিষবাষ্প। তিনি অনুসন্ধিৎসু মন নিয়ে খুজঁতে থাকেন নানান অসংগতি। তিনি দেখতে পেয়েছিলেন শতাব্দী-পরবর্তীকালের বিজ্ঞানের উৎকর্ষতা! মহাকাশ! মঙ্গলগ্রহ! তখনকার কুসংস্কার যে বিংশশতাব্দীতে এসে উন্নয়নের স্রোতে ভেসে যাবে, তাও তিনি দেখতে পেয়েছিলেন। আর সেই অন্তর দৃস্টিতে দেখা বিষয় গুলোকে লেখনির মাধ্যমে এই বইটিতে প্রকাশ করেন কিছুটা রস মিশিয়ে, সত্যের অবয়বে ‘সো সাল বাদ’ শিরোনামে উর্দু সাহিত্যের মাধ্যমে। গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন সাকী আনোয়ার সেলিম