আপনি কি জীবিত নাকি বিবাহিত'-- হাস্যোচ্ছলে অনেককেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। বাক্যটা মজার ছলে আমাদের এই বার্তাই দিয়ে যায়--'মশাই! শান্তিতে বেঁচে থাকতে চাইলে চিরকুম...
Payment:
Cash On Delivery / Bkash- 01794417515
Delivery Charge:
**সকল পণ্যের উপর ডেলিভারী চার্জ ঢাকার মধ্যে ৫০টাকা ঢাকার বাহিরে ১০০টাকা।
আপনি কি জীবিত নাকি বিবাহিত'-- হাস্যোচ্ছলে অনেককেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। বাক্যটা মজার ছলে আমাদের এই বার্তাই দিয়ে যায়--'মশাই! শান্তিতে বেঁচে থাকতে চাইলে চিরকুমার থাকুন। বিয়ে করার মানেই হলো অশান্তির বৃত্তে আবদ্ধ হয়ে প্রাণ থাকতেই মরে যাওয়া'। আসলেই কি ব্যাপারটা এমন? অথচ নবীজি বলছেন--ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে বিয়ের চেয়ে উত্তম কোনো সম্পর্ক খোঁজে পাওয়া যাবে না'। তাছাড়া তিনি বিয়েকে অর্ধেক দ্বীন বলেও আখ্যা দিয়েছেন। তাহলে? প্রথম কথাটি সামাজিক দর্শননির্ভর আর দ্বিতীয়টি নববি তত্ত্ব। দুটোই স্ব স্ব স্থানে সত্য বলে প্রতীয়মান। তবে দুইয়ের মাঝে সামঞ্জস্য বিধান হবে কিভাবে? বিয়ে করেও প্রশান্তিময় আত্মা নিয়ে বেঁচে থাকার মূলমন্ত্র কী? বিয়েকে প্রেমাস্পদের শ্রেষ্ঠ উপহারে পরিণত করার উপায় কী? প্রকৃত অর্ধেক দ্বীন কোন বিয়েতে?---এসবেরই উত্তর খুঁজেছেন লেখক 'বিয়ে: স্বপ্ন ও বাস্তবতা'য়। লেখক: তরুণ লেখক আকরাম হোসাইন। তত্ত্ব ও তথ্যের মিশেলে যিনি লিখতে ভালোবাসেন। সমাজকে যিনি যথাযথ চিত্রাঙ্কন করতে পারেন সমাজবাসীদের সহজবোধ্য উপস্থাপনে। শব্দের বুননে যিনি ফুটিয়ে তোলেন জীবনদর্শন। স্বাচ্ছন্দ্য বোধ করেন ভালোবাসার নিগূঢ় তত্ত্ব নিয়ে লিখতে। পরিবেশনির্ভর তাত্ত্বিক আলোচনায় সুখ খুঁজে পান। আর তার এই কলমশিল্পের স্বভাবজাত বুননেই সৃষ্টি 'বিয়েঃ স্বপ্ন ও বাস্তবতা'। পাঠপর্যালোচনা: বইটিকে প্রধানত দুটি ভাগে বিভক্ত করতে পারি আমরা। বিয়েপূর্ব আলাপ এবং বিয়েপরবর্তী আলোচনা। ১৬ টি অধ্যায় নিয়ে ১২৮ পৃষ্ঠা ব্যাপি নাতিদীর্ঘ এই আলোচনাকে আমরা 'কমপ্লিট বিয়ে কোর্স' বলতে পারি। 'বিয়ে-ভাবনা: যতো ঋষি ততো মত'-এর মতো চমৎকার এক অধ্যায় দিয়ে এই কোর্সের যাত্রা শুরু। এতে আলোচিত হয়েছে শত ঋষির অজস্র অভিমতের সংক্ষিপ্ত চিত্র। বিয়ে ভাবনার নানান দৃষ্টিভঙ্গির পাঠ চুকিয়ে আনা হয়েছে ইসলামের দৃষ্টিতে বিয়ে-ভাবনার কথা। তুলে ধরা হয়েছে বিয়ের যৌক্তিকতা ও অন্যান্য মতামতের সাথে তুলনামূলক পর্যালোচনা। পরবর্তী অধ্যায়টা বেশ ইন্টারেস্টিং! লেখক এতে বিয়ের সঠিক বয়স এবং প্রয়োজনীয়তা নিয়ে নিরপেক্ষ পর্যালোচনা করেছেন। প্রয়োজনীয়তা কি? প্রয়োজন সামনে এলেও ব্যক্তির উপযুক্ততা বিচার হবে কোন নিরিখে? পরিবার ও সমাজের করণীয় কি? পড়াশোনার উসিলা ধরে বিয়ের প্রয়োজনীয়তা উপলব্ধির পরও পরিবার থেকে বিয়ে করাতে না চাওয়া, ত্রিশোর্ধ বড়কে রেখে পচিশোর্ধ ছোটকে বিয়ে দিতে অজুহাত দাড় করানোর বিষয়েও সমাধানমূলক আলোকপাত হয়েছে। আলোচিত হয়েছে বাল্যবিবাহ নিয়েও। এই পর্যন্ত চারটি ক্লাস শেষ। পরবর্তী দুটি অধ্যায়ের ক্লাস অবিবাহিতদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আলোচিত হয়েছে ' বিয়ের প্রস্তুতি এবং পাত্রপাত্রী নির্বাচন' নিয়ে। এই বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এই দুটি। পরিবার, সমাজ, বিদ্যালয়--নানান স্তরের গুরুজনেরা সমূহ জ্ঞানের পাঠদান করলেও ছোটরা কখনো তাদের বিয়ের পাঠশালায় শিষ্যত্ব গ্রহণ করতে পারে না। পরিবার সব শেখালেও বিয়েপূর্ব ও বিয়েপরবর্তী করণীয় সম্পর্কে সন্তানদের শেখাতে ইতস্তত বোধ করে। সন্তানরা দূরে সরে যায় পরিবার থেকে, ব্যক্তিগত জীবনে কাছে টানে বন্ধুদের। 'বিয়েপ্রস্তুতি' অধ্যায়ে লেখক এই বিষয়টার প্রতি ভালো ফোকাস করেছেন। এতে রয়েছে অভিভাবকদের জন্য চিন্তার খোরাক। বিয়েভাবনার আগে নিজেকে কিভাবে বিয়ের জন্য প্রস্তুত করতে হবে সেসব নিয়ে লেখক খোলামেলা আলোচনা করেছেন। দাম্পত্য জীবনে দুজনের বাইরে পরিবারের তৃতীয় কারো কর্তৃত্বমূলক অনুপ্রবেশের ক্ষতিকর দিক সম্পর্কে লেখক সতর্ক করেছেন। পাত্রপাত্রী নির্বাচনে করণীয় সম্পর্কে নববী তত্ত্বের আলোকে বাস্তবধর্মী আলোকপাত হয়েছে। পাত্রী-তার পরিবার--কার ভেতরে কি কি বিষয় লক্ষণীয় এবিষয়ে স্পষ্ট এক গাইডলাইন তুলে ধরেছেন তিনি। প্রেমের বিয়ের মিষ্টতা ও তিক্ততার দিকগুলো চমৎকার বর্ণনায় তুলে ধরেছেন। প্রচলিত লৌকিকতাময় রীতির প্রাচীর ভেঙে স্বপ্নময় বিয়ের খরচাপাতি নিয়ে নবীকন্যা ফাতেমার বিয়েকে চিত্রায়িত করা হয়েছে নিপুনভাবে। লোকাচার, যৌতুক, দাম্পত্যকলহ, পরিবারের স্বার্থে দেরিতে বিয়ে, স্ত্রী রেখে বিদেশ গমন--ইত্যকার বিষয়েও ছোট ছোট উপশিরোনামে আলোচনা হয়েছে। পরবর্তী আলোচনাগুলো 'দুজন দুজনার' হওয়ার মন্ত্রপাঠ বলতে পারেন। সুখময় দাম্পত্যের বৈশিষ্ট্য, অসুখী দাম্পত্যে সুখ ফেরাবার উপায়, দাম্পত্যকলহের কারণ ও প্রকৃতি, দাম্পত্য অধিকার ইত্যাদি বিষয়ে বিস্তর আলোচনা করেছেন লেখক। বিয়ে করেও জীবিত থাকার গাইডলাইন বলা যায় এগুলোকে। মন্তব্য: লেখকের পড়া আমার এটাই প্রথম বই। সৃজনশীল লেখনীতে লেখকের হাত যে বেশ পাকা তা আর বুঝতে বাকী নেই। প্রকাশক কর্তৃক লিখিত 'লেখক পরিচিতি'র গুণগুলোর সত্যতা পেয়েছি তার বইয়ে--একথা স্বীকার না করে পারছি না। প্রতিটি আলোচনাকে তিনি যেভাবে ধর্ম ও বাস্তবতার নিরিখে তথ্য ও তত্ত্বের মিশেলে চিত্রায়িত করেছেন তাতে মুগ্ধ না হয়ে পারিনি। সবচে বেশি চমৎকৃত করেছে তার সুখপাঠ্য লেখনীর স্বার্থকতা। আগেই বলেছি 'ক্লাস'। লেখাগুলো পড়লে মনে হয় যেন তিনি সত্যিই আমাদের নিয়ে সরাসরি বয়ান রাখছেন। মজলিসি আলোচনার মতো করে পয়েন্ট ভিত্তিক বলে গেছেন অনর্গল। কিছু কাজ মনের দুআ বের করে নিয়ে যায়। তার এই কাজটাও সেই তালিকাভুক্ত।