ইসলাম ও আমাদের জীবন সিরিজের চতুর্থ খণ্ডের নাম ‘ইসলামী মু‘আশারাত : পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ প্রতিষ্ঠায় ইসলামের কালজয়ী আদর্শ’; এ খণ্ডের উল্লেখযোগ্য শিরোনাম হলো, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন, অন্যকে খুশি করুন, অন্যের অবস্থার প্রতি লক্ষ রাখুন, হাসিমুখে সাক্ষাৎ করা সুন্নাত, গরীবদেরকে তুচ্ছ মনে করবেন না, মিসকীনদের ফযীলত, গোনাহগারকে তিরস্কার করবেন না, গোনাহগারকে হেয় প্রতিপন্ন করবেন না, বড়োদের আনুগত্য ও আদবের দাবি, বড়োদেরকে সম্মান করুন, বড়োদের থেকে সম্মুখে অগ্রসর হয়ো না, ভ্রাতৃত্ব একটি ইসলামী বন্ধন, অন্যকে কষ্ট দিবেন না, মুসলমান হয়ে অন্যকে কষ্ট দেওয়া, বন্ধুত্ব ও শত্রুতার মধ্যে ভারসাম্য, মন্দের বদলা ভালোর মাধ্যমে দিন, অন্যের জিনিস ব্যবহার করা, অন্যের জন্য পছন্দের মাপকাঠি, প্রতিবেশী, প্রতিবেশীর হক আদায় করুন, ক্ষণিকের সঙ্গী, প্রত্যেক সংবাদ যাচাই করা জরুরী, ন্যায়সঙ্গতভাবে অন্যের সঙ্গ দাও, বান্দার হক থেকে তওবা করার পদ্ধতি, মুসলমানের উপর মুসলমানের হক, মুমিন আয়নাস্বরূপ, মৃত ব্যক্তির দোষ চর্চা করো না, ইসলামী সামাজিকতার রূপরেখা, ইত্যাদি।
সুতরাং স্বীয় মু‘আশারাত তথা অন্যের প্রতি দায়িত্ব-কর্তব্য ও হক আদায়ের ব্যাপারে সচেতন হওয়া এবং আল্লাহ পাকের সন্তুষ্টিলাভের জন্য এ কিতাব সকল মুসলিমের পাঠ করা উচিত।